কোভিডের থাবা এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও

কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাস্ক পরতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হয়েছে।

December 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ News 18

জনসমাগম ঠেকাতে ও শারীরিক দূরত্ব(Social Distancing) বজায় রাখতে এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে(Republic Day Parade) একগুচ্ছ পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। এই প্রথম লাল কেল্লায়(Red Fort) কোনও কুচকাওয়াজ হবে না। বিজয় চকে(Vijay Chowk) শুরু হয়ে কুচকাওয়াজ শেষ হবে ন্যাশানাল স্টেডিয়ামে(National Stadium)। কুচকাওয়াজের দূরত্ব ৮.২ কিলোমিটার থেকে কমিয়ে ৩.৩ কিলোমিটার করা হয়েছে।

কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাস্ক পরতে হবে এবং অংশগ্রহণকারীর সংখ্যা ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হয়েছে। ১.১৫ লক্ষ থেকে কমিয়ে ২৫ হাজার করা হয়েছে দর্শক সংখ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যাও কমানো হয়েছে।

কুচকাওয়াজে অংশ নিতে সম্প্রতি আনুমানিক ১৫০জন সেনা দিল্লি(Delhi) এসেছিলেন, তাদের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই বছর ইউনাইটেড কিংডমের(UK) প্রধানমন্ত্রী আসছেন মুখ্য অতিথি হিসেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen