এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব করোনা’-WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বললেন, সংক্রমণ যতই ভয়াবহ হোক না কেন, করোনা নিয়ন্ত্রণ সম্ভব

July 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মহারাষ্ট্র তথা দেশজুড়ে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন আশার আলো দেখিয়েছে মুম্বইয়ের (Mumbai) ধারাভি। সংক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিভাবে প্রশাসন সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিল এই ধারাভি (Dharavi) এলাকা নিয়েই। কিন্তু এশিয়ার বৃহত্তম বসতি ঘুরে দাঁড়িয়েছে। এই এলাকায় করোনা ভাইরাস প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে। করোনা মোকাবিলায় ধারাভির এই লড়াইকেই এবার গোটা বিশ্বের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরল WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস বললেন, সংক্রমণ যতই ভয়াবহ হোক না কেন, করোনা নিয়ন্ত্রণ সম্ভব। যার জলজ্যান্ত উদাহরণ মুম্বইয়ের এই বসতি।

WHO‘র ডিরেক্টর-জেনারেল শুক্রবার এক ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে বললেন, “গত ৬ সপ্তাহে দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন উদাহরণ আছে, যেখানে সংক্রমণের মাত্রা বিপজ্জনক হওয়া সত্বেও, এই ভাইরাস নিয়ন্ত্রণ করা গিয়েছে। এর কিছু উদাহরণ হল, ইটালি, স্পেন, দক্ষিণ কোরিয়া, এমনকী মুম্বইয়ের ধারাভি। মানুষকে সচেতন করা, টেস্টিং, আইসোলেশন এবং আক্রান্তদের চিকিৎসার মাধ্যমেই করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙা যায়। এবং এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen