রাজ্যে রাশ, কাঁটা কলকাতাই

সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গে করোনা-সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছে। টেস্টের সঙ্গে সমানুপাতিক হারে সংক্রামিতের সংখ্যা বাড়বে, সে কথা জানা ছিলই। কিন্তু যে ভাবে দেশের অন্যান্য রাজ্যগুলিতে এই হার বাড়ছে, পশ্চিমবঙ্গে সেই বৃদ্ধি তুলনায় অনেকটাই কম, শুক্রবার ৩.৫৪ শতাংশ। এটি যদি স্বস্তির কারণ হয়ে থাকে, তা হলে দুশ্চিন্তার কারণ অবশ্যই কলকাতা। কেননা, গতচার দিনের পরীক্ষার নিরিখে কলকাতার ক্ষেত্রে শুক্রবার এই হার ১২.৬০ শতাংশ।

May 16, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গে করোনা-সংক্রমণে রাশ টানা সম্ভব হচ্ছে। টেস্টের সঙ্গে সমানুপাতিক হারে সংক্রামিতের সংখ্যা বাড়বে, সে কথা জানা ছিলই। কিন্তু যে ভাবে দেশের অন্যান্য রাজ্যগুলিতে এই হার বাড়ছে, পশ্চিমবঙ্গে সেই বৃদ্ধি তুলনায় অনেকটাই কম, শুক্রবার ৩.৫৪ শতাংশ। এটি যদি স্বস্তির কারণ হয়ে থাকে, তা হলে দুশ্চিন্তার কারণ অবশ্যই কলকাতা। কেননা, গতচার দিনের পরীক্ষার নিরিখে কলকাতার ক্ষেত্রে শুক্রবার এই হার ১২.৬০ শতাংশ।

রাজ্যে রাশ, কাঁটা কলকাতাই

শুক্রবার পর্যন্ত শুধু কলকাতাতেই করোনায় মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১,২০০ জন। ১০,৩৬১ জনের সোয়াব নমুনা পরীক্ষা করে এই আক্রান্তদের খোঁজ মিলেছে। শুক্রবার একদিনে সর্বাধিক (৬,৭০৬) নমুনা পরীক্ষার পরে রাজ্যের মোট টেস্টের সংখ্যা ৭০ হাজার ছুঁইছুঁই। কলকাতার টেস্ট অনুপাতে পজিটিভ আসার হার হল ১১.৫৮ শতাংশ। রাজ্যের অন্য হটস্পট জেলা, যেমন হাওড়ায় হার ১০ শতাংশের কিছু বেশি আর উত্তর ২৪ পরগনার ৮ শতাংশ। স্বাস্থ্য দপ্তরের এক কর্তার কথায়, ‘গত সপ্তাহখানেকে পরিযায়ীরা ঢুকতে শুরু করেছেন কলকাতায়। কলকাতার এই হার বৃদ্ধির পিছনে পরিযায়ীরা আছেন কি না, সেটা দেখা প্রয়োজন।’

সংক্রামক রোগ বিশেষজ্ঞরা অবশ্য যৌথ কারণ থাকতে পারে বলেও মনে করছেন। প্রথমটি লকডাউনের তোয়াক্কা না-করে রাস্তায় বেরনো। যে কারণে এখন পজিটিভ বেশি আসছে। এটি চিন্তার কারণ। দ্বিতীয়ত, কলকাতায় উপসর্গ ঠিক ভাবে চিহ্নিত হচ্ছে। অর্থাৎ, এটি ভালো ব্যাপার। বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষা, কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ অনিমা হালদার বলেন, ‘যেখানে জনঘনত্ব বেশি, সেখানে করোনার মতো সংক্রমণ দ্রুত ছড়ায়। কলকাতার ক্ষেত্রেও সেটা হচ্ছে। এই সংক্রমণ বৃদ্ধির হার ধীরে ধীরে পিকে পৌঁছবে। তার পরে কার্ভ ফ্ল্যাট হবে। তবে তার জন্য মানুষকে সচেতন হতে হবে। নইলে লাভ নেই।’

তবে শহরের এই হারে বিশেষ বিচলিত নন কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা বর্তমান প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ। তিনি বলেন, ‘আমাদের সিস্টেম বেশি মানুষকে চিহ্নিত করতে পারছে। আমরা বৃদ্ধির এই হারের দিকে না তাকিয়ে নজরদারি পোক্ত করতে চাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen