ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, মৃত্যুর সংখ্যা ছাড়াল হাজারের গন্ডি

বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন এক লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। এর ফলে বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০.৯৯ শতাংশ।

February 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবারের চেয়ে বৃহস্পতিবার ভারতে দৈনিক করোনা সংক্রমণ সামান্য বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। যা বুধবারের তুলনায় ৬.৮ শতাংশ বেশি। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন এক লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। এর ফলে বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০.৯৯ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও মন্ত্রকের দেওয়া সকালের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দু’লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। এর ফলে দেশে মোট তিন কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন। দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৬৯ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে দেশে মোট ৭৩ কোটি ৪১ লক্ষ নমুনা পরীক্ষা হল।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার আট জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা হল চার লক্ষ ৯৮ হাজার ৯৮৩। সবচেয়ে মৃত্যু হয়েছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি সে রাজ্যের ৩৩৫টি অনথিভুক্ত মৃত্যু যোগ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen