ধাপে ধাপে লকডাউন ‘মুক্তি’ চান মমতা 

৩ মে পর্যন্ত লকডাউন থাকছে দেশজুড়ে। তার পর একলপ্তে নয়, ধাপে ধাপে দু’সপ্তাহের মধ্যে লকডাউন প্রত্যাহার হোক, এমনটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪ মে থেকে তিনি লকডাউনের পরিধি কমানোর পক্ষে। তবে মুখ্যমন্ত্রী নন, একজন সাধারণ নাগরিক এবং তৃণমূলনেত্রী হিসাবেই তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন মমতা।

April 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

 
৩ মে পর্যন্ত লকডাউন থাকছে দেশজুড়ে। তার পর একলপ্তে নয়, ধাপে ধাপে দু’সপ্তাহের মধ্যে লকডাউন প্রত্যাহার হোক, এমনটাই চান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪ মে থেকে তিনি লকডাউনের পরিধি কমানোর পক্ষে। তবে মুখ্যমন্ত্রী নন, একজন সাধারণ নাগরিক এবং তৃণমূলনেত্রী হিসাবেই তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন মমতা।

করোনা পরিস্থিতি নিয়ে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন। লকডাউন প্রত্যাহার হবে কি না, হলে দেশের কোন কোন অংশে লকডাউন শিথিল করা হবে, কী ভাবে তা কার্যকর হবে– বৈঠকে রাজ্যগুলি সেই ব্যাপারে তাদের অভিমত জানাবে। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচ্যসূচিতে বিষয়টি থাকলে আমি আমার মতামত জানাব।’ 

তবে একজন সাধারণ নাগরিক ও দলনেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী চান, ৪ মে থেকে তিন ধাপে লকডাউন প্রত্যাহার হোক। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মমতার যুক্তি, ৪ মে থেকে শুরুহওয়া সপ্তাহে ২৫ শতাংশ এলাকায়, দ্বিতীয় সপ্তাহে ৫০ শতাংশ এলাকায় এবং দু’সপ্তাহ বাদে পুরোপুরি লকডাউন প্রত্যাহার হোক। তিনি বলেছেন, ‘যখন ৩০-৪০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, সেটাও আমরা সামলেছি।’

ধাপে ধাপে লকডাউন প্রত্যাহার হলেও বিমান ও রেল পরিষেবা বিশেষ করে দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার পক্ষে তৃণমূলনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen