বাংলায় করোনা আতঙ্ক, আক্রান্ত ১১
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:২৬: আবার করোনা আতঙ্ক বাংলায়। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে বঙ্গেও খোঁজ মিললো আক্রান্তের। তিন সপ্তাহ আগে একজন কোভিড পজিটিবের খবর পাওয়া গেছিলো। আবারও কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস […]

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:২৬: আবার করোনা আতঙ্ক বাংলায়। গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বেঙ্গালুরুতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে বঙ্গেও খোঁজ মিললো আক্রান্তের। তিন সপ্তাহ আগে একজন কোভিড পজিটিবের খবর পাওয়া গেছিলো। আবারও কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
গত ২৪ ঘণ্টায় আরও বেশ কয়েকজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস মিলেছে। পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড রোগীর সংখ্যা ১১। এনাদের অধিকাংশই বেৰকাৰী হাসপাতালে চিকিৎসাধীন।
৩ সপ্তাহ আগে কলকাতায় আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মে-মাসের প্রথম সপ্তাহে তিনি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। শনিবার কাঁকুরগাছির একটি নার্সিংহোমে এক প্রসূতির দেহে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে।
মগরাহাটের আক্রান্ত ২ জন শ্বাসকষ্ট ও সর্দি-কাশি নিয়ে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে এলে, সেখানের কর্মরত চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠান। সেখানেই কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
ইতিমধ্যেই দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালকে যেকোন প্রতিকূলতামূলক পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার। প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও। নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং-এর জন্য লোকনায়ক হাসপাতালে পাঠানোর জন্য। যার তথ্য প্রকাশ করতে হবে নির্দিষ্ট পোর্টালে।
এই মুহূর্তে বাংলার পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। তবে, প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলার জন্য রাজ্য সবরকমভাবে প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।