করোনা অতিমারী চলে যাবে: মমতা

সকলকে অভয় প্রদান করে বলেন, করোনা অতিমারী একদিন চলে যাবে।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুবদের উদ্বুদ্ধ করেন তিনি। তাদের জীবনে এগিয়ে চলার জন্য মন্ত্র দেন। এদিন অন্যান্য ইস্যুতে কথা বলার পাশাপাশি করোনা অতিমারী নিয়েও বক্তব্য রাখেন দিদি। সকলকে অভয় প্রদান করে বলেন, করোনা অতিমারী একদিন চলে যাবে।

ওনার কথায়, করোনা অতিমারী আমরা রুখে দেবই। আমাদের রাজ্যে ৭৫ শতাংশের বেশি রুগী ছাড়া পেয়ে যাচ্ছেন। যাদের কোমরবিডিটি আছে, তাদের সাবধানে থাকতে হবে। মৃদু উপসর্গ থাকলে বাড়িতে থেকেই চিকিৎসা করুন। ভয় পাওয়ার কোনও কারণ নেই।

সাধারণ জীবনযাত্রা সম্পর্কে তিনি বলেন, বাজারেও যাব, মিটিংয়েও যাব। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখব। মাস্ক সব সময় পড়ুন। সুতির মাস্ক প্রতিদিন ধুয়ে রাখুন।

এদিন করোনা যোদ্ধাদেরও তিনি কুর্ণিশ জানান।

https://www.facebook.com/AITCofficial/videos/917432955408836/
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen