কোভিডে মৃত্যু কমল রাজ্যে,পজিটিভিটি রেট ১.৬৫ শতাংশ

গতকালের তথ্য অনুযায়ী দুই ২৪ পরগনা এবং হাওড়ায় কোনও মৃত্যুর ঘটনাই ছিল না গত ২৪ ঘণ্টায়।

July 31, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় সাম্প্রতিককালের মধ্যে সর্বনিম্ন কোভিড মৃত্যুর (Covid Death) ঘটনা ঘটল। শুক্রবার প্রকাশিত করোনা বুলেটিন থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মাত্র পাঁচজন মারা গিয়েছেন করোনায়। আক্রান্ত হয়েছেন ৭১১ জন। পজিটিভিটি ছিল ১.৬৫ শতাংশ।

গতকালের তথ্য অনুযায়ী দুই ২৪ পরগনা এবং হাওড়ায় কোনও মৃত্যুর ঘটনাই ছিল না গত ২৪ ঘণ্টায়। জেলাগুলির মধ্যে টানা উদ্বেগজনক হারে সংক্রমণ চলতে থাকা দার্জিলিং এদিন ছিল তৃতীয় স্থানে—উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরই। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দৈনিক মৃত্যু ছিল ১৪।

এদিকে টিকা বণ্টনে বঞ্চনাকে হাতিয়ার করে লাগাতার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে যাওয়ার সুফল পেল বাংলা। রাতে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে রাজ্য দুই ধরনের টিকা মিলিয়ে কেন্দ্রের কাছে ৭৩ লক্ষ ভ্যাকসিন পেয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত পেয়েছে ৮০ লক্ষ। চাহিদার তুলনায় যোগান বেশি হয়েছে কোভিশিল্ডের। এই মাসের হিসেবের দিক থেকে এখনও লক্ষাধিক কোভ্যাকসিন পাওয়া বাকি আছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen