আবার চীনে বাড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

গত জানুয়ারি থেকে এনিয়ে মোট ৩৮ জন আক্রান্ত হয়েছেন বেজিংয়ে।

November 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চীনে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় কোভিড ধরা পড়েছে ৯৩ জনের। তাও আবার অতি সংক্রমক ডেল্টা ভ্যারিয়েন্ট। চীনের ৩১টি প্রদেশের মধ্যে ১৯টিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। গত ৫৪ দিন পর একদিনে সবথেকে বেশি সংখ্যক মানুষ সংক্রামিত হলেন। ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, বুধবার ৯৩ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ১১ জনের শরীরে উপসর্গহীন সংক্রমণ ধরা পড়েছে। রাজধানী শহর বেজিংয়ে আক্রান্তের সংখ্যা ৯।  

গত জানুয়ারি থেকে এনিয়ে মোট ৩৮ জন আক্রান্ত হয়েছেন বেজিংয়ে। এছাড়াও চংকুইন, হেনান এবং পূর্ব উপকূলের জিয়াংসু  প্রদেশে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানানো হয়েছে। এদিকে চীনের একটি প্রাথমিক স্কুলের এক কর্মীর করোনা ধরা পড়ায় কঠোর ব্যবস্থা নিল প্রশাসন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত শিশুদেরকে আটকে রাখা হয় স্কুলে। তাদের বয়স সাত থেকে ১২ বছরের মধ্যে। করোনা পরীক্ষার পর অবশ্য ছেড়ে দেওয়া হয়। তবে যে শিশুদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen