ওমিক্রন আতঙ্কের মধ্যেই মাথাচাড়া দিল কোভিডের নতুন স্ট্রেন ডেল্টাক্রন, উপসর্গগুলি জেনে নিন

যেহেতু ওমিক্রন জিনোম আর ডেল্টা জিনোম দুইয়ের মিলিত উপসর্গ রয়েছে ওই স্ট্রেনে, সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন

January 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ওমিক্রন জ্বরে কাঁপছে বিশ্ব। ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারাও আক্রান্ত হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে কোভিডের আরও এক স্ট্রেন মাথাচাড়া দিল। ওমিক্রন এবং ডেল্টা এর মিলিত উপসর্গ রয়েছে ওই স্ট্রেনে। আর সেই কারণেই নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে বেশ উদ্বেগে প্রশাসন। সাইপ্রাসে পাওয়া গিয়েছে ওই স্ট্রেন। যার নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ সাইপ্রাসের ল্যাবরেটরি অফ বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিওস কোস্ট্রিকিসের কথায়, ‘একই রোগীর নমুনায় করোনার ডেল্টা এবং ওমিক্রন এর উপসর্গ পেয়েছি আমরা। আমাদের অনুমান, কোভিডের দুটি স্ট্রেনের লক্ষণ মিলিয়ে আরও এক নয়া স্ট্রেনের জন্ম হয়েছে। তিনি জানিয়েছেন, যেহেতু ওমিক্রন জিনোম আর ডেল্টা জিনোম দুইয়ের মিলিত উপসর্গ রয়েছে ওই স্ট্রেনে, সেই কারণেই এর নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন।’

তবে একজনের দেহে নয়, বরং ২৫ জনের মধ্যে করোনার নয়া এই স্ট্রেনের দেখা মিলেছে। গবেষণা লব্ধ রিপোর্ট বলছে, সাইপ্রাসের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেহেই ওই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে যাঁরা হাসপাতালে ভর্তি হননি, তাঁদের মধ্যে সংক্রমণ তুলনামূলকভাবে কম। খুব দ্রুত ওই স্ট্রেন ছড়িয়ে পড়ছে বলে দাবি গবেষকদের। গত ৭ জানুয়ারি ওই ২৫ জন ডেল্টাক্রন রোগীর নমুনা GISAID এ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক ওই সংস্থা ভাইরাসের প্রকৃতিতে যে কোনও বদল রেকর্ড করে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen