টিকার দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হরনাথ

পরিচালকের কথায়, ‘‘প্রবল জ্বরের পাশাপাশি অসহ্য মাথা ব্যথা। এই ছিল আমার উপসর্গ।’’ গন্ধহীন হলেও স্বাদহীন হয়ে পড়েননি তিনি।

May 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

টিকা নিয়েও করোনা (COVID 19) থেকে রেহাই পেলেন না পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty)। রবিবার জানতে পারেন, তিনি কোভিড পজিটিভ। মঙ্গলবার সকালে অসুস্থতা বাড়ায় তিনি ভর্তি হন বেসরকারি হাসপাতালে। শারীরিক দুর্বলতা এই মুহূর্তে কাবু করেছে তাঁকে। পরিচালকের কথায়, ‘‘প্রবল জ্বরের পাশাপাশি অসহ্য মাথা ব্যথা। এই ছিল আমার উপসর্গ।’’ গন্ধহীন হলেও স্বাদহীন হয়ে পড়েননি তিনি।

এপ্রিলের শেষেই ২ পরিচালক বন্ধু প্রভাত রায়, সুজিত গুহ সঙ্গে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন হরনাথ। পরিচালক জানান, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখনও ঠিক আছে। তবে গলার স্বরে ক্লান্তির ছাপ স্পষ্ট।

মার্চ মাসে প্রথম ডোজ নেওয়ার পরেই আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছিলেন, ফের নতুন ছবি বানানোর কথা ভাবছেন। জানিয়েছিলেন, তাঁর আগামী কমেডি ঘরানার ছবিতেও নায়কের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।

হরনাথের পাশাপাশি বড় এবং ছোট পর্দার বেশ কিছু অভিনেতা করোনা আক্রান্ত। নিজেদের বাড়িতে নিভৃতবাসে অনুসূয়া মজুমদার, রণিতা দাস, চান্দ্রেয়ী ঘোষ, আরাত্রিকা মাইতি, সৌর্য ভট্টাচার্য, সুমনা দাস প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen