বাংলায় সংক্রমণ নিম্নমুখী, নামল পাঁচ হাজারের ঘরে

শিয়ালদহ ইএসআই হাসপাতালের এক ডাক্তার সন্ধ্যায় জানান, তাঁদের হাসপাতালের ১০০টি কোভিড বেডে এখন মাত্র পাঁচজন করোনা রোগী ভর্তি আছেন।

June 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কয়েকদিন ধরেই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। এবার রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এল ৫০০০-এর ঘরে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮৮৭ জন। মারা গিয়েছেন ১০৩ জন। সুস্থতার হার প্রায় ৯৭ শতাংশ। শহরের বিভিন্ন কোভিড হাসপাতালে রোগী ভর্তি কমছে। চিকিৎসকরাও রাজ্যজুড়ে কমবেশি সর্বত্র ব্যাপকভাবে সংক্রমণ কমার এই প্রবণতা লক্ষ করছেন। শিয়ালদহ ইএসআই হাসপাতালের এক ডাক্তার সন্ধ্যায় জানান, তাঁদের হাসপাতালের ১০০টি কোভিড বেডে এখন মাত্র পাঁচজন করোনা রোগী ভর্তি আছেন।

যদিও কোভিডকে কেন্দ্র করে ঘটনাপ্রবাহ অব্যাহত। এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান মাত্র ৪১ বছর বয়সি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। হাসপাতাল সূত্রের খবর, তাঁর নাম চৈতালি সরকার। বাড়িতে একটি ৫ বছরের মেয়েও আছে। এদিকে, সোমবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের টেবিলে জমা পড়েছে তোসিলি কাণ্ডের তদন্ত রিপোর্ট। এই সংক্রান্ত বেশকিছু জরুরি কাগজপত্র সচিবের অফিস থেকে চেয়ে পাঠানো হয়েছে। সন্ধ্যায় তিনি জানান, দোষীদের কাউকেই ছাড়া হবে না। অন্যদিকে, করোনাপর্বে ভাতার পরিমাণ যৎসামান্য। এই অভিযোগে কোভিড চিকিৎসায় যুক্ত যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ইন্টার্নরা অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen