করোনা পরীক্ষা নিয়ে আরো কঠোর সংসদ

সম্প্রতি আরো দুই সাংসদের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পরই এই বাড়তি সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গুলি সেই বাড়তি সতর্কতারই অঙ্গ।

September 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এখন থেকে নিয়মিতভাবে সাংসদদের আরটি- পিসিআর পরীক্ষা হবে। পাশাপাশি, যে সরকারি আধিকারিকরা রোজ সংসদ আসছেন তাদেরও নিয়মিত পরীক্ষা করা হবে। সাংবাদিকদের দৈনিক এন্টিজেন পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষা নিয়ে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাদল অধিবেশনের জন্য।

সম্প্রতি আরো দুই সাংসদের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট আসার পরই এই বাড়তি সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গুলি সেই বাড়তি সতর্কতারই অঙ্গ। বৃহস্পতিবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল এবং রাজ্যসভা সাংসদ বিনয় সহস্রবুদ্ধের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তার ঠিক একদিন আগে বুধবার নিতিনগড়কড়ির রিপোর্ট পজিটিভ এসেছে। অথচ, এর আগে গোল্ড স্ট্যান্ডার্ড আরটি-পিসিআর টেস্টে এই তিনজনেরই রিপোর্ট নেগেটিভ এসেছিলো।

বিশেষজ্ঞদের মতে, সঠিক ফল পেতে বার বার পরীক্ষার প্রয়োজন। আর সাংসদদের কক্ষের বাইরেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভা স্পিকার ওম বিড়লা দুজনেই নতুন নিয়মাবলী চালু করার আগে বিশেষজ্ঞ এবং সাংসদদের সাথে কথা বলেছেন। এই তিন সাংসদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সবাইকে নতুন করে চিন্তায় ফেলছে।

সাধারণত এন্টিজেন টেস্টের রিপোর্ট ১৫-২০ মিনিটেই চলে আসে। সংসদে যে সব আধিকারিক বা সাংবাদিক আসছেন, তাদের রিপোর্ট দেখেই সংসদে ঢুকতে দেওয়া হবে।

এভাবে করোনা সংক্রমণের ঘটনা সংসদে বাড়তে থাকায় অনেক আধিকারিকই বাদল অধিবেশন স্থগিত রাখার পক্ষে সওয়াল করছেন। কিছু আধিকারিক আবার এও মনে করছেন দেশে যখন অন্য সব পরিষেবা চালু হয়ে গেছে তাহলে সংসদের অধিবেশন কেন বন্ধ থাকবে? করোনার কারণে এমনিতেই বাদল অধিবেশন ২ মাস পিছিয়ে গেছে। ৩২ জন সাংসদের করোনা সংক্রমণ ধরা পড়ায় এই নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen