রাজ্যে গত ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণের হার, বেড়েছে সুস্থতাও

বাড়ল করোনাজয়ীর সংখ্যাও-১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন।

September 22, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৯৮)। আর কোনও জেলায় অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ পেরয়নি। তৃতীয় স্থানে রয়েছে হুগলি (৩৬) এবং দক্ষিণ ২৪ পরগনা (৩৬)। রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট (Positivity Rete) কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ

করোনায় একদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে  উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতায় ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২, নদিয়া- হাওড়া-হুগলি-পূর্ব বর্ধমান-পশ্চিম মেদিনীপুর  জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৭৮ জন। অতিমারীতে রাজ্যে মৃত্যুর হার ১.২০শতাংশ। বহুদিন পর বেড়েছে রাজ্যের মৃত্যু হারও। 

বেড়েছে সুস্থতাও। একদিনে রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা ৫৯২ জন। যার দরুন রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বা সক্রিয় অথবা চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৭ হাজার ৭৪১ জন। বাড়ল করোনাজয়ীর সংখ্যাও-১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। সুস্থ হয়ে ওঠার হার দাঁড়াল ৯৮.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৩ হাজার ১১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen