গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত ১৪,০৯২ জন, মৃত্যু ৪১ জনের

কদিনে করোনায় মৃত ৪১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৭ জন।

August 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ খানিকটা কমল। তবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পার করল ১৪ হাজারের সীমারেখা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩.৬৯ শতাংশ।

দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৬ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। একদিনে করোনায় মৃত ৪১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৭ জন।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৫৪ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen