স্বস্তি দিয়ে গতকালের তুলনায় বাংলায় কমল করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৪
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ৮৮৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৫ শতাংশ।
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২২৪ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২২ হাজার ১৪১। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৯ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৮ হাজার ৮৮৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৫ শতাংশ।
একদিনে ৫ হাজার ৩৪১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.১৯ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১৩ হাজার ১১৪ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩৩ লক্ষ ৩০ হাজার ৭১১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।