অসমের কোচবিহার ফেরত যুবক করোনা পজিটিভ, উদ্বেগ জেলায়
ওড়িশার পর এবার অসম। কিছুদিন আগেই রাজ্যে করোনা দাপটের জন্য বাংলাকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এবার তার পুনরাবৃত্তি ঘটল অসমে।
ওড়িশার পর এবার অসম। কিছুদিন আগেই রাজ্যে করোনা দাপটের জন্য বাংলাকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এবার তার পুনরাবৃত্তি ঘটল অসমে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সম্প্রতি অসমের কোকরাঝাড়ের এক ব্যক্তি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তার করোনা পজিটিভ ধরা পড়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগেই কোচবিহার ঘুরে গিয়েছেন।
এরপরই জেলায় উদ্বেগ ছড়ায়। জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘ওই ব্যক্তি কোকরাঝাড় জেলার বাসিন্দা। কিছুদিন আগে থেকেই কোকরাঝাড়ের ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে ছিলেন। তিনি গত ১৩ এপ্রিল অসমে পৌঁছেছিলেন। তিনি কোচবিহারে কোথায় কোথায় গিয়েছিলেন তার সন্ধান শুরু করা হয়েছে।’

বর্তমানে কোচবিহার জেলা গ্রিন জোনে রয়েছে। এখনও পর্যন্ত এখানে করোনা থাবা বসাতে পারেনি। ১১৩১ জনের লালার নমুনা পরীক্ষা করা হলেও সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে, লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর থেকেই রাস্তাঘাটে ভিড় বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকেই।
এই পরিস্থিতিতে অসমের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া খবরে আতঙ্ক বাড়ছে কোচবিহারের মানুষের।