ফের করোনার থাবা! হংকং ও সিঙ্গাপুর জুড়ে জারি সতর্কতা
সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরের জনবহুল এলাকাতে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়়তে চলেছে বলেই খবর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের করোনা আতঙ্ক। ফের বাড়ছে সংক্রমণ। সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরের জনবহুল এলাকাতে জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা। এশিয়াতে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়়তে চলেছে বলেই খবর। সম্প্রতি হংকংয়ের সংক্রমণাত্মক রোগ বিভাগের (কমিউনিকেবল ডিজিজ ব্রাঞ্চ অব সেন্টার অব হেলথ প্রোটেকশন) প্রধান অ্যালবার্ট এমনটাই জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।
এশিয়ার দুই বৃহত্তম ইকোনমিক জ়োন হংকং এবং সিঙ্গাপুরে কোভিডের বাড়বাড়ন্ত হলেও অন্যান্য দেশে এখনও সেরকম কোনও চিত্র নজরে আসেনি। কো-মর্বিডিটি রয়েছে এমন মানুষদের যদিও ভ্যাকসিনের বুস্টার শট নেওয়ার পরামর্শ দিয়েছে এই দুই দেশের সরকার। অন্যদিকে, চাইনিজ সেন্টার ফর ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, চিনেও গত বছরের মতোই ফের বাড়ছে কোভিডে আক্রান্ত হওয়ার হার। তবে কোথাওই এখনও আতঙ্কের মতো পরিস্থিতি হয়নি। তবে সিঙ্গাপুর, হংকংয়ে গোটা বিশ্ব থেকেই প্রচুর পর্যটক ঘুরতে আসেন সে ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন।