বাংলায় টেস্ট বাড়ল, মৃত আরও ১৫

গত আটচল্লিশ ঘণ্টায় ৪৪৫১ জনের সোয়াব নমুনা পরীক্ষা করে নতুন ১২৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল রাজ্যে। শনিবার, গত দু’দিনের বুলেটিন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত ৪৮ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৫ জন ব্যক্তির। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট ১২০ জন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হল।

May 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত আটচল্লিশ ঘণ্টায় ৪৪৫১ জনের সোয়াব নমুনা পরীক্ষা করে নতুন ১২৭ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল রাজ্যে। শনিবার, গত দু’দিনের বুলেটিন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত ৪৮ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৫ জন ব্যক্তির। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট ১২০ জন করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হল।

স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে শনিবার রাত পর্যন্ত মোট ৯৪৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। যার মধ্যে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে ৬২৪ জনের। তবে আশার কথা হল, এ পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৯ জন। এর মধ্যে গত ৪৮ ঘণ্টাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬০ জন করোনা আক্রান্ত।

রাজ্যে করোনা টেস্টের সংখ্যা ধাপে ধাপে ‘অপটিমাম’ মাত্রায় পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে বলে বিগত দিনে বার বার জানানো হয়েছে নবান্নর তরফে। রাজ্য যে সে লক্ষ্যে অবিচল, তার প্রমাণ দিচ্ছে টেস্টের বর্ধিত সংখ্যাও। গত ২৬ এপ্রিল রাজ্যে যেখানে মোট ১০৮৯৩ নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে ৬ দিনের মধ্যেই আরও ১০ হাজার রাজ্যবাসীর নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।

২ মে পর্যন্ত রাজ্যে মোট ২০৯৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এক কর্তার কথায়, ‘বর্তমানে ১০টি সরকারি এবং ৬টি বেসরকারি ল্যাবে পুরোদস্তুর করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাই ৬ দিনের মধ্যে ১০ হাজারেরও কিছু বেশি টেস্ট করা সম্ভব হয়েছে। আমাদের চেষ্টা রয়েছে, আগামী দিনে এই টেস্ট আরও বাড়ানোর।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen