‘প্রিকশন ডোজ’ পাওয়ার যোগ্য যারা, তাদের মেসেজ পাঠাবে কো-উইন পোর্টাল

যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘Precaution Dose’ পাবেন।

December 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

যাঁরা ‘Precaution Dose’ বা সতর্কতামূলক ডোজ পাওয়ার যোগ্য, তাঁদের ডোজ নেওয়ার সময় চলে আসলে এসএমএস পাঠাবে কো-উইন সিস্টেম। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিজেদের কো-উইন অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকরা নিজেদের ‘Precaution Dose’ বা সতর্কতামূলক ডোজ নেওয়ার সুযোগ পাবেন।

টিকার দুটি ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ বা ন’মাস সম্পূর্ণ হওয়ার প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং স্বাস্থ্যকর্মীরা ‘Precaution Dose’ বা বুস্টার ডোজ নেওয়ার যোগ্য হবেন। যাঁদের আগে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হবে, তাঁরা আগে ‘Precaution Dose’ পাবেন।

শনিবার ক্রিসমাসের আবহেই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী ১০ জানুয়ারি থেকে ওমিক্রন আতঙ্কের মধ্যে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের ‘Precaution Dose’ দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen