দলের নেত্রীকে কুরুচিকর যৌনগন্ধী মেসেজের জের, বংশগোপালকে বহিষ্কার করল CPI(M)

বংশগোপাল তাঁকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন বলে অভিযোগ।

April 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
দলের নেত্রীকে কুরুচিকর যৌনগন্ধী মেসেজের জের, বংশগোপালকে বহিষ্কার করল CPI(M)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্যের পর মহিলাঘটিত বিতর্ক জড়িয়েছেন বাম সরকারের প্রাক্তন মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশগোপাল চৌধুরী। তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল সিপিআইএম। মুর্শিদাবাদের এক মহিলা বামনেত্রীকে সমাজমাধ্যমে নানা কুরুচিকর মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিল ছিল বংশগোপালের বিরুদ্ধে। দলীয় স্তরে তদন্ত করে বংশগোপালকে বহিষ্কারের পথে হাঁটল আলিমুদ্দিন স্ট্রিট।

আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশগোপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হন মুর্শিদাবাদের এক সিপিআইএম নেত্রী। অভিযোগকারিণী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলরও। গত রবিবার ছিল বামেদের ব্রিগেড। সেই আবহে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে হোয়াটস্ অ্যাপ চ্যাটের স্ক্রিনশট, অডিও ক্লিপ।

অভিযোগকারিণী বলেন, সংগঠনের বিষয়ে তথ্য দেবেন বলে তাঁকে জানিয়েছিলেন বংশগোপাল। তথ্য না পেয়ে তাঁর কাছে জানতে চেয়েছিলেন ওই নেত্রী। বংশগোপাল তাঁকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতে শুরু করেন বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, গত নভেম্বর মাসে তিনি জেলা সিপিআইএমকে অভিযোগ জানিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বংশগোপালকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen