প্রয়াত ত্রিপুরার বামফ্রন্ট নেতা বিজন ধর

October 12, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

প্রয়াত ত্রিপুরার রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর (Bijan Dhar)। সিপিআইএম (CPIM) ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদকও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। কয়েক দিন আগে করোনা সংক্রমণ হয় তাঁর। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় বাইক আছে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই সোমবার মৃত্যু হয় তাঁর। রাতে আগরতলায় দেহ পৌঁছলে বাম নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও (Biplab Dev)। মঙ্গলবার শেষকৃত্য।

মৃত্যুর শেষ দিন পর্যন্ত বিজন ধর ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বিকাল পাঁচটার বিমানে তাঁর দেহ আগরতলায় নিয়ে যাওয়া হয়। বিজন ঘরে মৃত্যুর খবর পেয়ে কলকাতার বেসরকারি হাসপাতাল যান রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suyakanta Mishra), রবীন দেব (Rabin Dev), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)-সহ সিপিআইএমের নেতারা। তাঁর চিকিৎসার বিষয়ে নজর রাখছিলেন পশ্চিমবঙ্গ সিপিআইএমের রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির সদস্যরা। ৩০ সেপ্টেম্বর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও রাজ্য এসে হাসপাতালে বিজন ধরের সঙ্গে দেখা করেন।

ত্রিপুরায় বামপন্থী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন বিজন ধর। মাস খানেক আগেই কলকাতার হাসপাতালে মৃত্যু হয় সিপিআইএমের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের।  এতকম ব্যবধানে বর্ষীয়ান দুই নেতার মৃত্যু ত্রিপুরার সিপিআইএমের কাছে বড় ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen