ঘৃণা-ভাষণের সমস্ত সীমা পেরিয়ে গেছে BJP, তোপ CPI(M) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাতের
রবিবার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে তিলজলায় প্রচারে করেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
May 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে তিলজলায় প্রচারে করেন সিপিএমের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। ‘ঘৃণা-ভাষণ’ নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি; বলেন, “বিজেপি ঘৃণা-ভাষণের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। ওরা বুঝে গিয়েছে যে ওদের অবস্থা ভালো নয়।” সায়রা ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এবার ইন্ডিয়া জোটের হাত শক্ত করুন। রাহুল গান্ধীর হাত শক্ত করুন।” বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ইসলামিয়া মাঠে জনসভায় বক্তব্য রাখেন বৃন্দা।