সিপিএম-এর মিছিলে শিশু ও নাবালক, ভাইরাল সেই ছবি

সিপিএম পাকা চুলের দল নয়।

November 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সিপিএম পাকা চুলের দল নয়। এটা প্রমান করতে যেন মরিয়া হয়ে উঠেছে তারা। আর তা করতে গিয়ে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলল পূর্ব বর্ধমানের জামালপুরের সিপিএম নেতারা।

একদল শিশু ও নাবালককে নিজেদের পদযাত্রার প্রথম সারিতে শামিল করলেন। আর ওই শিশু ও নাবালকরা লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে পদযাত্রায় বড়দের সঙ্গেই গলা ফাটিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্লোগান দিল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, বিজেপি। তাদের বক্তব্য সিপিএম দলটি যে দেউলিয়া হয়ে গিয়েছে, এটাই তার প্রমান।

আর সিপিএম নেতৃত্বের যুক্তি, ওই শিশু ও নাবালকদের উৎসাহিত করে পদযাত্রায় তারা সামিল করায় নি। ওইসব শিশুদের বাবা মায়েরা পদযাত্রায় সামিল হয়েছিলেন। তা দেখে তাঁদের ছোট ছোট ছেলে মেয়েরাও পদযাত্রায় পা মেলায়। এই সাফাই অবশ্য মানতে চাননি তৃণমূল ও বিজেপির নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen