CPIM: দলীয় নেতার কুপ্রস্তাব প্রত্যাখ্যানে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ, ইস্তফা SFI নেত্রীর
বঙ্গ সিপিএমে (CPIM) আবারও যৌন হেনস্থার অভিযোগে অস্বস্তিকর পরিস্থিতি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: বঙ্গ সিপিএমে (CPIM) আবারও যৌন হেনস্থার অভিযোগে অস্বস্তিকর পরিস্থিতি। এসএফআই-এর রাজ্য কমিটির এক নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব ও তা প্রত্যাখ্যানের জেরে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তুলে সংগঠন থেকে ইস্তফা দিয়েছেন এক নেত্রী।
বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের অন্দরে ফের যৌন অভিযোগ ঘিরে উত্তেজনা। উত্তর ২৪ পরগনায় সংগঠনের রাজ্য কমিটির এক নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন এক নেত্রী। অভিযোগ, প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজনৈতিক প্রতিশোধও নিতে হয়েছে তাঁকে। বুধবার তিনি লিখিতভাবে জেলা নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠান। অভিযোগপত্র সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে অস্বস্তি বেড়েছে জেলা সিপিএম নেতৃত্বের মধ্যে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ছাত্রনেতা বারবার মদ্যপানের প্রস্তাব দিতেন এবং দমদম ক্যান্টনমেন্ট এলাকার তাঁর ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার জন্য চাপ দেন। প্রত্যাখ্যান করার পরও উত্ত্যক্ত করা চলতে থাকে। তরুণীর অভিযোগ, যৌন সম্পর্কে রাজি হলে তাঁকে সিপিএমের (CPIM,) রাজ্য ফেসবুক পেজে সংবাদ সঞ্চালিকা হিসেবে সুযোগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রস্তাব না মানায় সেই সুযোগও হাতছাড়া হয়। আরও দাবি, অভিযুক্ত নেতা তাঁকে দিয়ে অন্য এক ছাত্রনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সাজানোর চেষ্টা করেছিলেন।
অভিযুক্ত ছাত্রনেতা লেকটাউন (Lake town) এলাকার বাসিন্দা এবং দক্ষিণ কলকাতা আইন কলেজের প্রাক্তনী। ঘটনাচক্রে, ওই কলেজেই কয়েক মাস আগে টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, যা নিয়ে এসএফআই (SFI) শাসকদলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছিল। এ বার সেই কলেজের প্রাক্তনীকে ঘিরেই বাম ছাত্র সংগঠন সমস্যায়।
অভিযোগকারী তরুণী মূলত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা। পড়াশোনার কারণে দীর্ঘদিন ধরে দমদমে থেকে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। অভিযোগপত্রে তিনি স্পষ্ট লিখেছেন, কুপ্রস্তাব প্রত্যাখ্যানের জেরে সংগঠনের ভিতরে তাঁর কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে।
এই অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে এসএফআই রাজ্য সম্পাদক, সভাপতি, সিপিএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটিকে। জেলা সম্পাদক আকাশ কর স্বীকার করেছেন অভিযোগপত্র হাতে পাওয়ার কথা। তিনি জানিয়েছেন, ‘‘বুধবার অভিযোগ পেয়েছি। সাংগঠনিক প্রক্রিয়া মেনেই যা করার করা হবে।’’