‘শাঁখের করাত’ পিএমশ্রী! অনুদান গ্রহণে কেরল CPM ও CPI কি আড়াআড়ি বিভক্ত?

October 25, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: ‘পিএমশ্রী’ যেন কেরলে বামফ্রন্ট সরকারের কাছে ‘শাঁখের করাত’-এ পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অনুদান গ্রহণের সিদ্ধান্ত নিয়ে সিপিএম (CPM) ও শরিকদল সিপিআইয়ের (CPI) মধ্যে দেখা দিয়েছে গভীর মতবিরোধ। এমনকী, ক্ষোভে মন্ত্রিসভার বৈঠকও বয়কট করেছেন সিপিআইয়ের চার মন্ত্রী। দলের একাংশ জানাচ্ছে, তাঁরা ইস্তফার কথাও ভাবছেন।

বিতর্কের সূত্রপাত কেন্দ্রীয় ‘পিএমশ্রী’ (PM SHRI) প্রকল্পের অর্থ গ্রহণকে ঘিরে। কেরল সরকার এতদিন জাতীয় শিক্ষানীতির (NEP) বিরোধিতা করে আসছিল। রাজ্যের সিপিএম নেতৃত্ব স্পষ্ট জানিয়েছিল, কেরলে কোনওভাবেই জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে না। কিন্তু সেই একই সরকার এবার কেন্দ্রের দেওয়া পিএমশ্রী অনুদান নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কি ঘুরপথে জাতীয় শিক্ষানীতিকে মেনে নেওয়া নয়?

কেন্দ্রের নিয়ম অনুযায়ী, পিএমশ্রী প্রকল্পে অর্থ পেতে হলে রাজ্য সরকারকে (State Govt) কেন্দ্রের সঙ্গে একটি ‘মৌ’ চুক্তি করতে হয়। সিপিআইয়ের (CPI) অভিযোগ, ওই মৌ-এ জাতীয় শিক্ষানীতির একাধিক প্রস্তাব ও শর্ত লুকিয়ে আছে। ফলে এই চুক্তি মানে কার্যত জাতীয় শিক্ষানীতি কার্যকর করার পথ খুলে দেওয়া।

সিপিআই (CPI) সূত্রে খবর, এই ইস্যুতে ক্ষোভ এতটাই গভীর যে, আসন্ন নির্বাচনের আগে তাঁরা সরকারের অংশ হয়েও ইস্তফা দেওয়ার কথা ভাবছেন। বুধবারের মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছেন সিপিআইয়ের (CPI) চার মন্ত্রী। দলের রাজ্য সম্পাদক বিনয় বিশ্বম (Binoy Viswam) বলেন, “মন্ত্রিসভাকে না জানিয়েই ওই টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এত তাড়াহুড়োটা কীসের?”

অন্যদিকে, সিপিএম (CPM) এই বিষয়ে অনড়। দলের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন (M. V. Govindan) জানান, “এই টাকাটা রাজ্যের প্রাপ্য। কেন্দ্র থেকে তা আদায় করা আমাদের দায়িত্ব।” তবে তাঁর বক্তব্যে সিপিআইয়ের ক্ষোভ কমেনি।

এদিকে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) বর্তমানে বিদেশ সফরে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বামফ্রন্টের (Left Front) আহ্বায়ক টি পি রামকৃষ্ণণ (T. P. Ramakrishnan) জানিয়েছেন, “বিজয়ন কেরলে ফিরলেই সিপিএম ও সিপিআইয়ের মধ্যে আলোচনা হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen