বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট

November 30, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪৫: আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। তাই ‘বাংলা বাঁচাও যাত্রা’র প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না সিপিএম। যাত্রার সঙ্গেই রয়েছে বাস। মাঝপথে যোগ দেবে শতাধিক বাইক-সাইকেল। গঙ্গাবক্ষে নৌকায়ও চলবে ‘যাত্রা’। এসবের পরও দলের অন্দরেই প্রশ্ন, গান-বাজনা তো হচ্ছে, দিনের শেষে তৃণমূল-বিজেপি বাইনারি ভাঙা যাবে তো?

সিপিএম নেতৃত্বের অবশ্য দাবি, বাইনারি ভাঙছে। কিন্তু গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিয়ে আশায় বুক বেঁধেছিল সিপিএম। শেষ পর্যন্ত ফলাফলে দেখা যায়, শুধুমাত্র রানিনগর বিধানসভায় এগিয়ে থেকে তিনি পরাজিত হয়েছেন। এই প্রেক্ষিতে আলিমুদ্দিনের এক নেতার কথায়, ‘ছক ভাঙা পদ্ধতিতে কর্মসূচি নেওয়া হয়েছে। আগে ইনসাফ যাত্রা হয়েছিল। সেই সমস্ত কর্মসূচি থেকে ফিডব্যাক নিয়েই আগামী কর্মসূচি ঠিক হয়েছে।’

শনিবার তুফানগঞ্জে জনসভার মাধ্যমে শুরু হয়েছে সিপিএমের ‘বাংলা বাঁচাও যাত্রা’। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্ব। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে একের পর এক গান আনছে সিপিএম। সূত্রের খবর, উত্তরবঙ্গের সমস্যা নিয়ে যেমন একটি গান ও ভিডিয়ো এসেছে, তেমনভাবে এলাকা ভেদে সেখানকার নির্দিষ্ট সমস্যা নিয়ে আলাদা আলাদা ভিডিয়ো আসবে। মোট ১০ থেকে ১২টি গান তৈরি করা হয়েছে। লাল শিবির সূত্রে আরও খবর, বিস্তর চিন্তাভাবনা করে এই কর্মসূচির যাত্রাপথ তৈরি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen