‘শূন্য’ ঝুলি ভরাতে মরিয়া সিপিএম! সেলিমের হাত ধরে মুর্শিদাবাদে ফিরছে পুরনো ‘পাড়া বৈঠক’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৩: একদা সিপিএমের শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে হৃত জমি ফিরে পেতে ফের পুরনো কৌশলেই ভরসা রাখছে আলিমুদ্দিন (Alimuddin)। রাজ্যের বিধানসভায় ‘শূন্য’ ঝুলি ভরাতে এবার সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। দীর্ঘ সময় পর রাজ্যে ফের ফিরছে বাম আমলের জনপ্রিয় কর্মসূচি ‘পাড়া বৈঠক’। আজ সন্ধেয় রানিনগর, ধনিরামপুর ও নরসিংহপুরের মতো একাধিক এলাকায় এই বৈঠকের মধ্যে দিয়ে জনসংযোগে নামছেন তিনি।
‘পাড়া বৈঠক’ (Para Baithak) বাম রাজনীতির দীর্ঘদিনের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি। বাম জমানায় পাড়ায় পাড়ায় ঘুরে নিবিড় জনসংযোগের অন্যতম হাতিয়ার ছিল এই বৈঠক। পাড়ার কোনও এক চিলতে উঠোন বা বাড়ির দাওয়ায় বসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সমস্যা সমাধানের পথ খোঁজাই ছিল এর মূল উদ্দেশ্য। তবে ক্ষমতা হারানোর পর এই সংস্কৃতি কার্যত উবে গিয়েছিল। সাম্প্রতিক অতীতে স্বয়ং রাজ্য সম্পাদককে এমন ‘পাড়া বৈঠক’ করতে দেখেছেন বলে মনে করতে পারছেন না রাজনৈতিক কারবারিরা। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদকে (Murshidabad) পাখির চোখ করে সেই পুরনো অস্ত্রে শান দিচ্ছেন সেলিম।
চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জয়ী হতে না পারলেও, রাজনৈতিক পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বাম শিবিরকে। রাজ্যের একমাত্র রানিনগর বিধানসভা আসনেই লোকসভা ভোটের নিরিখে লিড পেয়েছিল বামেরা, যেখানে প্রার্থী ছিলেন মহম্মদ সেলিম। আলিমুদ্দিনের ‘ম্যানেজারদের’ ঘরোয়া আলোচনাতেও উঠে এসেছে মালদহ ও মুর্শিদাবাদের প্রসঙ্গ। দলের ধারণা, রাজ্যের অন্য অংশের তুলনায় এই দুই জেলায় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। আর সেই লক্ষ্যেই রানিনগর সহ সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।