সংগঠনের খোলনলচে বদলের পথে রাজ্য সিপিএম

বৃহস্পতিবার থেকে দু’দিনের রাজ্য কমিটির বৈঠক বসছে। এই বৈঠকেই সেই খসড়া চূড়ান্ত হওয়ার কথা।

August 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ১০ বছর ধরে একের পর এক নির্বাচনে চরম বিপর্যয়কর ফল হয়েছে দলের। কিন্তু তার থেকেও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনেক বেশি উদ্বেগের বিষয় দলের ভেঙে পড়া সংগঠন। বিধানসভা ভোটে শূন্য আসন পাওয়ার পর সংগঠন নিয়ে কোনওরকম রেয়াত করতে রাজি নন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ গোটা একেজি ভবনের কর্তারা। কারণ, দলের শক্তি বাড়াতে হলে আগে সংগঠনকে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন তাঁরা। তাই আসন্ন দলীয় সম্মেলনের মাধ্যমে সর্বস্তরে আমূল সাংগঠনিক পরিবর্তন করার জন্য একপ্রকার ফতোয়া জারি করেছেন ইয়েচুরিরা। বুধবার দলের রাজ্য সম্পাদকমণ্ডলী সম্মেলনের আলোচ্যসূচির পাশাপাশি সাংগঠনিক পরিবর্তনের রূপরেখার খসড়া তৈরি করতে দফাওয়ারি আলোচনায় বসে। আজ বৃহস্পতিবার থেকে দু’দিনের রাজ্য কমিটির বৈঠক বসছে। এই বৈঠকেই সেই খসড়া চূড়ান্ত হওয়ার কথা। উল্লেখ্য, সংগঠনে বদলের উপর বাড়তি গুরুত্ব দিতে এই বৈঠকে স্বয়ং ইয়েচুরি হাজির থাকবেন। 

সিপিএম (CPM) সূত্রে জানা গিয়েছে, সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজ্য পার্টির সাংগঠনিক দুর্বলতা নিয়ে সূর্যকান্ত মিশ্র-বিমান বসুদের সমালোচনার মুখে পড়তে হয়। ভিন রাজ্যের কয়েকজন নেতার পাশাপাশি স্বয়ং ইয়েচুরি এনিয়ে তোপ দাগেন কড়া ভাষায়। জবাবি ভাষণে তিনি এই প্রসঙ্গ পাড়েন। তাঁর মোদ্দা বক্তব্য ছিল, ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলায় দলের সংগঠনকে মজবুত করার উপর নানাভাবে জোর দেওয়া হয়েছিল। সাংগঠনিক প্লেনাম থেকে শুরু করে বিভিন্ন স্তরে আলোচনা করে গুচ্ছ পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরিতাপের বিষয়, সে সব কোনও কাজেই আসেনি। কারণ, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত করাই হয়নি সবক্ষেত্রে। এভাবে কখনও কমিউনিস্ট পার্টির সংগঠন চলতে পারে না। দলকে ঘুরে দাঁড়াতে হলে বাংলায় আগে সংগঠনের আমূল সংস্কার প্রয়োজন। আর এই কাজ অবশ্যই করতে নেতৃত্বকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen