ইতিহাস গড়লেন CR7! বিশ্বের প্রথম ‘বিলিয়নেয়ার’ ফুটবলার রোনাল্ডো!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৭: নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বের প্রথম ‘বিলিয়নেয়ার’ ফুটবলার হলেন সিআর সেভেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের (Al Nassr) সঙ্গে নতুন চুক্তি হতেই তাঁর সম্পদের অঙ্ক পৌঁছেছে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে! ভারতীয় মুদ্রায় যার মূল্যে প্রায় ১১,৪০০ কোটি টাকা!
Bloomberg-র রিপোর্ট অনুযায়ী, আল নাসরের সঙ্গে নতুন চুক্তিই রোনাল্ডোর সম্পদের পরিমাণ বাড়িয়েছে। চুক্তির মোট মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩০০ কোটি টাকা। পাশাপাশি ক্লাবের ১৫ শতাংশ অংশীদারত্বও তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।
আল নাসরের তরফে রোনাল্ডো প্রতি বছরে গড়ে ১,৬৬০ কোটি টাকা পান। ম্যানচেস্টার ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদে থাকাকালীন তিনি যা পেতেন তাঁর দ্বিগুণ। আল নাসরে সই করার সময়ই এককালীন ২৪৫ কোটি পেয়েছিলেন তিনি। অন্যদিকে, সৌদিতে তাঁকে কোনও কর দিতে হয় না।
রোনাল্ডোর সঙ্গে Nike-র আজীবন চুক্তি আছে। সে বাবদ প্রতি বছর ১৫০ কোটি আয় করেন তিনি। এছাড়াও Armani, Castrol মতো আরও একাধিক ব্র্যান্ড থেকেও আয় করে তিনি। আবার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বছরে কয়েকশো কোটি টাকা আয় হয় তাঁর। হোটেল চেন, জিম ব্র্যান্ড, পারফিউম লাইন ও সিআর৭ ফ্যাশন লেবেল ইত্যাদি থেকেও আয় আসে।