অবশেষে ধ্বংসাবশেষ মিলল নেপালের নিখোঁজ বিমানের, নিহত ২২

নিখোঁজ হয়ে গেছিল বিমানটি।

May 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিখোঁজ হয়ে গেছিল বিমানটি। অবশেষে পাওয়া গেল তার ধ্বংসাবশেষ। ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল নেপালের এই বিমানটি। তারই ধ্বংসাবশেষ পাওয়া গেল মুস্তাঙ্গের লার্জুঙ্গে। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি।

ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেলেও খারাপ আবহাওয়ার কারণে এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। আশঙ্কা করা হচ্ছে বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কয়েক জন ছিলেন। আকাশে ওঠার কিছু-ক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen