লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান, আরও তিনটি শিল্প করিডোর তৈরির পরিকল্পনা রাজ্যের

রাজ্যে আরও তিনটি মালবাহী করিডোর তৈরি করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার

February 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে আরও তিনটি মালবাহী করিডোর তৈরি করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। অমৃতসর থেকে ডানকুনি ইস্টার্ন ফ্রেট করিডোরের লক্ষ্য হল উত্তর ও পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য ও বাণিজ্য বৃদ্ধি করা।

সম্প্রতি রাজ্য সচিবালয়ে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর সরকার রাজ্যে শিল্প বৃদ্ধি করতে ডানকুনি-হলদিয়া, ডানকুনি-কল্যাণী এবং ডানকুনি-রঘুনাথপুরে তিনটি শিল্প করিডোর স্থাপন করবে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ‘সামাজিক নিরাপত্তা প্রকল্প নিশ্চিত করার পর এখন আমরা শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দিচ্ছি’।
পূর্ব মালবাহী করিডোর প্রকল্প ২০০৬ সালে শুরু হয়েছিল এবং ২০২১ সালের মধ্যেই এই করিডোরের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের জেরে সেই কাজ বাধাপ্রাপ্ত হয় ও করিডোরটি এখন ২০২২ সালের শেষের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে, এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘একবার মালবাহী করিডোর সম্পন্ন হলে, ডানকুনি রাজ্যের একটি প্রধান স্থলবন্দরের ভূমিকা গ্রহণ করবে। তবে, যেহেতু ডানকুনির আশেপাশে বৃহৎ শিল্প স্থাপনের জন্য পর্যাপ্ত জমি নেই, তাই ডেডিকেটেড করিডোর সহ জমি আছে এমন অঞ্চলগুলিকে সংযুক্ত করা বিনিয়োগের জন্য সাহায্য করবে’।
ইতিমধ্যেই পুরুলিয়া জেলার রঘুনাথপুর এবং নদীয়া জেলার কল্যাণীতে বেশ কিছু শিল্প পার্ক তৈরি করা হয়েছে। পাশাপাশি ওই আধিকারিক জানিয়েছেন, রঘুনাথপুরে রাজ্য সরকারের ৪০০০ একরের বেশি জমি রয়েছে। তাঁর দাবি, তিনটি নতুন করিডোর রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে। অন্যদিকে, হলদিয়া যেহেতু ইতিমধ্যেই একটি কার্যকরী শিল্প কেন্দ্র তাই মালবাহী করিডোরটি বর্তমান শিল্পগুলির জন্য আশীর্বাদ হিসাবে আসবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen