আইপিএলের আগে দ্বিগুণ আনন্দ, শার্দুল ঠাকুরের ঘরে এল ফুটফুটে পুত্র সন্তান

December 22, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: ভারত ও মুম্বইয়ের তারকা অলরাউন্ডার *Shardul Thakur* এবং তাঁর স্ত্রী মিত্তালি পারুলকার জীবনের এক বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শার্দুল জানান, তাঁরা প্রথমবার বাবা-মা হলেন—তাঁদের কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান।

ইনস্টাগ্রাম স্টোরিতে শার্দুল লেখেন, ন’মাস ধরে নিঃশব্দে আগলে রাখা তাঁদের স্বপ্ন অবশেষে বাস্তব হয়েছে। “ভালোবাসা, বিশ্বাস আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আমাদের ছোট্ট রহস্য আজ প্রকাশ্যে,”—এই কথার সঙ্গেই ছিল “We are blessed with a Baby Boy!” লেখা একটি পোস্টার। মুহূর্তের মধ্যেই অনুরাগী ও সতীর্থদের শুভেচ্ছাবার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।

২০২১ সালের নভেম্বরে শার্দুল-মিত্তালির বাগদান এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। কোলহাপুর-নিবাসী মিত্তালি পেশায় একজন ‘ বেকার ‘। ক্রিকেটের মাঠে শার্দুলের সফরও উল্লেখযোগ্য—ভারতের হয়ে ১৩টি টেস্ট, ৪৭টি ওডিআই ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আইপিএলে ১০৫ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১০৭টি উইকেট।

সাম্প্রতিক সময়ে *Mumbai Indians* তাঁকে *Lucknow Super Giants* থেকে দলে নিয়েছে। দলের কোচ *Mahela Jayawardene* জানিয়েছেন, শার্দুলের দক্ষতা আসন্ন আইপিএল মরসুমে দলকে নতুন ভারসাম্য দেবে। মাঠের বাইরে নতুন জীবনের শুরু, মাঠের ভেতরে নতুন চ্যালেঞ্জ—দুটোই এখন শার্দুলের সামনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen