Cristiano Ronaldo: প্রত্যেকদিন কোটি-কোটি টাকা আয় করবেন রোনাল্ডো! যা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে
চুক্তির মেয়াদে মোট আয় হতে চলেছে ৫,২১৫ কোটি টাকার মতো, আর যদি সব বোনাস তিনি পেতে পারেন, তবে সেই অঙ্ক ছাড়িয়ে যাবে ৫,৩৪২ কোটি টাকার মাত্রা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৪: পোর্টুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo) আবারও প্রমাণ করলেন – তিনি আজও অনন্য। সৌদি প্রো লীগ (Saudi Pro League) ক্লাব আল-নাসর (Al-Nassr) তাঁকে দিয়েছে এমন এক চুক্তি, যা ক্রীড়াজগতের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের বলেই মনে করা হচ্ছে।
এই নতুন চুক্তির আওতায় রোনাল্ডো সই করার সময়েই পাচ্ছেন ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০ কোটি টাকার এককালীন বোনাস (signing fee)। বার্ষিক বেতন ধরা হয়েছে প্রায় ১,৮৮৭ কোটি টাকা, অর্থাৎ প্রতিদিন সিআর ৭ আয় করবেন প্রায় ৫.১৭ কোটি টাকা!
চুক্তির মেয়াদে মোট আয় হতে চলেছে ৫,২১৫ কোটি টাকার মতো, আর যদি সব বোনাস তিনি পেতে পারেন, তবে সেই অঙ্ক ছাড়িয়ে যাবে ৫,৩৪২ কোটি টাকার মাত্রা। যেমন, গোল্ডেন বুট (Golden Boot) জিতলে তিনি পাবেন ৪২ কোটি টাকার বোনাস, এবং যদি আল-নাসর লীগ জেতে, তবে মিলবে আরও ৮৫ কোটি টাকা।
এই বিশাল অঙ্কের সঙ্গে আরও আছে বড় এক চমক – আল-নাসর তাঁকে ক্লাবের ১৫ শতাংশ মালিকানা(ownership stake) দিয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। পাশাপাশি তাঁকে আগামী দিনে ক্লাবের অ্যাম্বাসাডর (club ambassador) হিসেবেও দেখতে চায় সৌদির ক্লাবটি।
তবে সৌদি আরবে রোনাল্ডোর পারফরম্যান্স এখনও সেই পুরনো উচ্চতায় পৌঁছায়নি। আল-নাসরের হয়ে আড়াই বছরে তিনি একটিও ট্রফি (official trophy) জেতেননি। ২০২৪-২৫ মৌসুমে দলটি এএফসি চ্যাম্পিয়ন্স লীগ এলিট (AFC Champions League Elite) পর্যায়ে জায়গা করে নিতে ব্যর্থ হয়, যার পর রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি “ভবিষ্যৎ নিয়ে ভাবছেন”।
তবুও, ব্যক্তিগতভাবে রোনাল্ডোর ফিটনেস আজও দুর্দান্ত। ৪০-এর দোরগোড়ায় দাঁড়িয়েও তাঁর শরীরের ফ্যাট পার্সেন্টেজ (body fat percentage) একজন তরুণ অ্যাথলেটের চেয়েও কম। নিয়মিত অনুশীলন, নিখুঁত খাদ্যনিয়ন্ত্রণ আর মানসিক শৃঙ্খলার জোরে তিনি আজও বিশ্ব ফুটবলের অন্যতম বৃহৎ ব্র্যান্ড। এই নতুন চুক্তি শুধু সৌদি ফুটবলকেই নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অর্থনীতিকেও কাঁপিয়ে দিয়েছে।