কত দামে বিক্রি হতে চলেছে রোনাল্ডোর চেশায়ারের বাড়িটি, কী আছে সেই বাড়িতে?

এ ছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনাল্ডোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। চারটি গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে

February 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই শোনা যাচ্ছিল—বিক্রি হবে তাঁর ইংল্যান্ডের চেশায়ারের বাড়িটি। এখনো সেটি বিক্রি হয়নি। বাড়িটি বিক্রির দায়িত্ব পড়েছে আবাসন এজেন্ট জ্যাকসন-স্টপসের ওপর। রোনাল্ডোর বিলাসবহুল বাড়িটি বিক্রির জন্য অনেক দিন ধরেই বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে তারা।

অনেকের কৌতুহল, কী আছে রোনাল্ডোর সেই বাড়িতে আর কতই–বা এর দাম?

রোনাল্ডোর চেশায়ারের বাড়িটিতে আছে সাতটি বেডরুম, ছয়টি বাথরুম। বাড়িটিতে আছে একটি হাই-টেক ফিটনেস রুম। বিশাল একটি সুইমিংপুলের সঙ্গে আছে জাকুজ্জি (সুইমিংপুলের সঙ্গে থাকা বাথটাব, যেখানে গরম জলের বাষ্প বের হয় এবং ম্যাসাজেরও ব্যবস্থা থাকে)।

এ ছাড়া একটি সিনেমা দেখার কক্ষের সঙ্গে রোনাল্ডোর আধুনিক ও বিলাসবহুল সেই বাড়িতে আছে প্যাডল টেনিস কোর্ট। চারটি গাড়ি রাখার মতো একটি গ্যারেজও আছে সেখানে। আধুনিক সব সুবিধা থাকা এ বাড়ির মূল্য ধরা হয়েছে প্রায় ৬১ লাখ ডলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen