আট মাসেই কোটি পার! দীঘার জগন্নাথ মন্দিরের কোটিতম দর্শনার্থীকে চেনেন?

December 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৪: দীঘা জগন্নাথ ধামে (Digha Jagannath Dham) দর্শনার্থীর সংখ্যা কোটি পেরোলো। চলতি বছরে উদ্বোধনের পর ডিসেম্বর শেষ হওয়ার আগেই রেকর্ড গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের দীঘায় তৈরি হওয়া মন্দির তথা সাংস্কৃতিক কেন্দ্র। আজ, ২৮ ডিসেম্বর, রবিবারের বিকেলে তৈরি হল নজির। জগন্নাথ ধামের কোটিতম দর্শনার্থী হিসাবে চিহ্নিত করা হয় এক খুদেকে। তার নাম কাকলি জানা।

কলকাতার টালিগঞ্জ নিবাসী কাকলি, রবিবার বাবা-মা আর ভাইয়ের সঙ্গে জগন্নাথ দর্শন গিয়েছিল।

নজির গড়ার জন্য মন্দির কর্তৃপক্ষের তরফে কাকলি ও তার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তার হাতে তুলে দেওয়া হয় জগন্নাথের মহাপ্রসাদ, মালা এবং বিশেষ স্মারক। যা পেয়ে খুশি কাকলির পরিবার।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই সৈকত শহরে আমূল পরিবর্তন ঘটেছে। পর্যটন কেন্দ্রের পরিচয় ছাপিয়ে দীঘা হয়ে উঠেছে তীর্থক্ষেত্র।

মন্দিরের প্রধান পুরোহিত তথা ট্রাস্টি রাধারমণ দাসের মতে, এই ভিড় শুধু সংখ্যাতত্ত্ব নয়, প্রভু জগন্নাথের বিশ্বজনীন আকর্ষণের প্রমাণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই মন্দির আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগ বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে উচ্চতা দিয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের অন্নসংস্থানের নতুন পথ খুলে দিয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ১৫০টি দেশের ভক্তেরা মন্দিরে এসেছেন। আমেরিকা, ইউরোপ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার পুণ্যার্থীরা আসছেন এখানে।

জগন্নাধ ধামের আজ কোটিতম দর্শনার্থীর উপস্থিতির মাইলফলক ছুঁয়ে ফেলায় খুশি স্থানীয়রাও।

উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা থেকে দোকানিরা, পরিবহণ এবং হোটেল শিল্পের সঙ্গে জড়িত প্রত্যেকে আনন্দিত। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen