প্রেমের দিনে গোলাপ ছেড়ে কলম হাতে সর্বমঙ্গলা মন্দিরে ভিড় কিশোর-কিশোরীদের

মন্দির কর্তৃপক্ষ বলছেন, আগে অভিভাবকরাই ছেলে-মেয়েদের পরীক্ষার জন্যে পুজো দিতে আসতেন। হালে পরীক্ষার্থীরা কলম নিয়ে মন্দিরে পুজো দিতে আসছেন।

February 15, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল ছিল প্রেম দিবস কিন্তু ভালবাসার দিনে গোলাপ ছেড়ে, কলম হাতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ভিড় জমালেন কিশোর-কিশোরীরা। কেউ কেউ হয়ত মনের মানুষের জন্যে প্রার্থনা করলেন, সংখ্যাগরিষ্ঠর কামনা ছিল পরীক্ষা যেন ভাল হয়। সকাল থেকে মন্দিরে লাইন পড়ে গিয়েছিল, পুজো দেওয়ার জন্যেই ভিড় জমিয়েছিলেন পড়ুয়ারা। সামনেই রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মায়ের পা ছোঁয়ানো কলম থাকলেই পরীক্ষা ভাল হবে। সেই বিশ্বাস থেকেই পরীক্ষার্থীরা কয়েক বছর ধরে মন্দিরে আসছেন। মন্দির কর্তৃপক্ষ বলছেন, আগে অভিভাবকরাই ছেলে-মেয়েদের পরীক্ষার জন্যে পুজো দিতে আসতেন। হালে পরীক্ষার্থীরা কলম নিয়ে মন্দিরে পুজো দিতে আসছেন। পুজোর ডালিতে তারা কলম রেখে মায়ের কাছে পুজো দিচ্ছেন তারা।

পুজো দিতে আসা কিশোর-কিশোরী বক্তব্য, দিনটা নাকি শুভ ছিল। সে কারণেই মায়ের উপর বিশ্বাস থেকে তারা কলমের পুজো করিয়ে নিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, দুটি কারণে তারা পুজো দিতে এসেছিলেন। পরীক্ষার পাশাপাশি তারা মনের মানুষের জন্যেও প্রার্থনা করছে। আবার দেখা যাচ্ছে পড়ুয়ারা কলমের সঙ্গে সঙ্গে বোর্ডেরও পুজো করিয়ে নিয়ে যাচ্ছে। তবে পরীক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরেই মন্দিরে ভিড় জমিয়েছেন, তাও কালকের ভিড়টা বেশি ছিল। পড়ুয়াদের পাশাপাশি ভালবাসার মানুষের শুভ কামনার জন্যেও অনেকে মন্দিরে এসেছিলেন। পাশ্চাত্য সংস্কৃতির দাপটের যুগেও যে মন্দিরে প্রার্থনার ভিড় রয়েছে; তাতেই মুগ্ধ মন্দির কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen