শ্রাবণের তৃতীয় সোমবার পুণ্যার্থীদের জোয়ারে ভাসল তারকেশ্বর

পুণ্যার্থীদের জোয়ারে ভাসল তারকেশ্বর।

August 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পুণ্যার্থীদের জোয়ারে ভাসল তারকেশ্বর। শ্রাবণের তৃতীয় সোমবার রাস্তায় কেবল লক্ষ লক্ষ পুণ্যার্থীদের মাথা ছাড়া কিছুই দেখা যায়নি। লোহার গেট বসিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় প্রশাসন তরফে। দিনভর কন্ট্রোল রুমে সিসি টিভিতে নজরদারি চলে। চলতি বছরের সবচেয়ে বেশি ভিড় এই শ্রাবণের তৃতীয় সোমবারেই হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রবিবার রাত থেকেই তারকেশ্বরে পুণ্যার্থীদের ঢল নেমেছিল। লক্ষ লক্ষ ভক্তকে সামলাতে কালঘাম ছুটেছে প্রশাসনের। সিসি ক্যামেরার ছবি দেখে লোহার গেটের নম্বর অনুযায়ী খোলা ও বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারপর ধীরে ধীরে পুণ্যার্থীদের মন্দিরের দিকে ছাড়া হয়। কন্ট্রোল রুমে বসেছিলেন হুগলি জেলার পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন-সহ পুলিশ আধিকারিকরা। ভিড়ের জন্য অনেক পুণ্যার্থী তারকেশ্বর মন্দিরে পৌঁছতে পারেননি।

পুরসভা ও পঞ্চায়েতের তরফে পর্যাপ্ত শৌচালয়ের বন্দোবস্ত করা হয়। কয়েকটি স্বাস্থ্যশিবিরও ছিল।তৎপর ছিল দমকল বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে সতর্ক ছিলেন‌। পুরসভার সাফাইকর্মীরাও দায়িত্বে তৎপর ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen