খালেদা জিয়ার শেষযাত্রায় জনজোয়ার, জিয়াউরের পাশে সমাধিস্থ হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

December 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৪: বুধবার খালেদা জিয়ার শেষযাত্রা জনসমুদ্রের আকার নিল। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল বাংলাদেশের রাস্তায়। বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ৩টে ৩ মিনিটে খালেদার ‘জানাজা’ শুরু হয়। শেষ হয় ৩টে ৫ মিনিটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদার পুত্র তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখেরা উপস্থিত ছিলেন। ছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করও।

বেলা ১১টা নাগাদ তাঁর মরদেহ গুলশানের বাড়ি থেকে বের করা হয়। বেলা ১২টা নাগাদ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে করে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হয় মরদেহ। বেলা ৩টে পর্যন্ত তিলধারণের উপায় ছিল না ঢাকার সংসদ ভবন চত্বরে। খালেদার মরদেহ সংসদ ভবন থেকে মিয়া অ্যাভিনিউ এলাকায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল সাড়ে ৪টে নাগাদ জিয়া উদ্যানে বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হয় খালেদাকে।

খালেদার শেষকৃত্যে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জয়শঙ্কর। বুধবার সকালেই ঢাকায় পৌঁছে যান ভারতের বিদেশমন্ত্রী। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাশারে বাংলাদেশ বায়ুসেনার ঘাঁটিতে নামেন তিনি। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব এম ফরহদ হোসেন। ঢাকার সংসদ ভবনে খালেদা-পুত্র তারেকের সঙ্গে দেখা করে তাঁর হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর।

খুলনা, ঢাকা শহরতলির মহাখালি থেকে মানুষ এসেছিলেন খালেদাকে বিদায় জানাতে। মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর প্রভৃতি এলাকা লোকে লোকারণ্য হয়ে ছিল। নিরাপত্তায় ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে সকাল ৬টা নাগাদ ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদার। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করার কথা ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালিত হবে ওপার বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen