রাতভর জনস্রোত, দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণেশ্বরের ভবতারিণীর পুজোয় হাজির লক্ষাধিক ভক্ত

রাতভর নাটমন্দিরে বসে পুজোও দেখেন ভক্তরা।

November 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়েছিল দক্ষিণেশ্বরে ভবতারিণীর বিশেষ পুজো। ভবতারিণীর মনমোহিনী রূপ দর্শনে ভোর থেকেই ছিল লম্বা লাইন। বেলা যত গড়িয়েছে ততই জনস্রোত বেড়ে গিয়েছে। মূল মন্দিরের সামনে সন্ধ্যায় মহিলা ঢাকিরা কুলো ও চামর নিয়ে নাচের অনুষ্ঠান করেন। ভক্তরা উপভোগ করেন অনুষ্ঠান।

রাতভর নাটমন্দিরে বসে পুজোও দেখেন ভক্তরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন মন্দির চত্বরে প্রায় ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছিল সিসি ক্যামেরা, পুলিসের উইনার্স টিম, গঙ্গায় ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও আলাদা ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এদিন। ভক্তদের লম্বা লাইন একদিকে বালি ব্রিজ, অন্যদিকে আদ্যাপীঠ মন্দির ছাড়িয়ে যায়। ভক্তদের জোয়ার নামে। নিজেদের মানত পূরণ হওয়ায় পুজো দেন হাজার হাজার মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen