বৃষ্টি উপেক্ষা করেই পঞ্চমীতে ঠাকুর দেখতে জনসমুদ্র

September 28, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.১৫: পঞ্চমীর দিন সকাল থেকেই শহরের ছবিটা একেবারে উৎসবমুখর। আকাশে কখনও রোদ, কখনও ঝিরঝিরে বৃষ্টি, তবু মানুষের ভিড়ে তার ছিটেফোঁটাও প্রভাব ফেলতে পারেনি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গাতেই উপচে পড়া জনসমুদ্র। দক্ষিণ কলকাতায় ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, দেশপ্রিয় পার্ক যেমন ভরে উঠেছে, ঠিক তেমনই উত্তরে হাতিবাগান, কলেজ স্কোয়ার, আহিরীটোলা, কাশী বোস লেন বা টালায় তিল ধারণের জায়গা ছিলনা। লেকটাউনের শ্রীভূমির ভিড় সামলাতে অনেকেই আলাদা দিন রেখেছেন শুধুমাত্র ওই মণ্ডপের জন্য।

বিকেলের দিকে আরও বেড়েছিল জনস্রোত। দর্শনার্থীরা কেউ উত্তর কলকাতার মণ্ডপ দেখে দক্ষিণের পথে পা বাড়ালেন, কেউ বা রাসবিহারী, গড়িয়াহাট, একডালিয়ার পথে। যানজট, গরম কিংবা হঠাৎ বৃষ্টিও উৎসাহে ভাটা ফেলতে পারেনি। রাত নামতেই বাদামতলা থেকে দেশপ্রিয় পার্ক, বেহালা থেকে পাটুলি, সব জায়গায় শুধুই মানুষের ভিড়। ষষ্ঠী পড়ে যাওয়ায় বহু মণ্ডপে সেদিনই বোধনও সেরে ফেলা হয়েছে।

উৎসবের সঙ্গে জমেছে খাওয়াদাওয়াও। দুপুর থেকে রাত অবধি রাস্তার ধারে ফুচকা, রোল, চাউমিন, বিরিয়ানি কিংবা ফিশ ফ্রাইয়ের দোকানে লম্বা লাইন। জেলার বহু মানুষ শহরে এসে মোবাইলের ম্যাপ দেখে মণ্ডপ খুঁজে ঘুরেছেন। কয়েক দিন আগেও জলমগ্ন কলকাতা আজ যেন অন্য রূপে ধরা দিয়েছে, আলোর ঝলকানি, হাসিখুশি মুখ আর আনন্দে ভেসে যাওয়া ভিড়েই মাখামাখি ছিল পঞ্চমীর দিন।

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen