বছরের প্রথম দিনেই মানুষের ঢল, লক্ষের বেশি দর্শনার্থী এলেন দীঘার জগন্নাথ মন্দিরের
ছবি: ফাইল চিত্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: বছরের প্রথম দিনেই নজির গড়ল দীঘার জগন্নাথ মন্দির। সৈকত শহরের জগন্নাথধামে মানুষের ঢল নামল। জানা যাচ্ছে, পয়লা জানুয়ারি এক লক্ষের বেশি দর্শনার্থী পুজো দিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। দীঘা ছিল আদ্যন্ত পর্যটনকেন্দ্র। কিন্তু বিগত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে ওঠে জগন্নাথধাম। আধ্যাত্মিকতায় ভর করে নতুন পরিচয় পেয়েছে দীঘা। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জগন্নাথ মন্দির। দীঘা এখন তীর্থক্ষেত্র।
২০২৬ সালের প্রথম দিন ভিড় উপচে পড়ল মন্দিরে। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য মন্দিরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দেখা যায়। সূর্যোদয় দেখা সেরেই অনেকে ভিড় জমান জগন্নাথ মন্দিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, বিকেল চারটে পর্যন্ত এক লক্ষ দর্শনার্থী জগন্নাথদেবের দর্শন করেছেন।
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, “বছরের প্রথম দিন বিকেল পর্যন্ত এক লক্ষ দর্শনার্থী জগন্নাথদেবের দর্শন সেরেছেন। ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে প্রায় ২৫ হাজার দর্শনার্থী এই মন্দিরে এসে দর্শন করেছেন। ভোর থেকেই মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।” নতুন নতুন রেকর্ড গড়ে চয়েছে মন্দির। উদ্বোধনের মাত্র আট মাসের মধ্যেই দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে জগন্নাথধাম।