বিদেশসফর নিয়ে রাহুলকে চিঠি CRPF-র, কী বলছে কংগ্রেস?

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:০০: গত কয়েক মাসে বেশ কয়েকবার বিদেশ সফরে গিয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। অভিযোগ, তিনি নাকি সুরক্ষা বিধিকে আমল দেননি। লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে চিঠি পাঠিয়ে ‘অভিযোগ’ জানিয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (CRPF)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকেও একই চিঠি পাঠানো হয়েছে। কংগ্রেসের মতে, এই চিঠি পাঠানো ভয় দেখানোর কৌশল ছাড়া আর কিছুই নয়।

কংগ্রেস নেতা পবন খেরার দাবি, খুব শীঘ্রই ভোটে ‘কারচুপি’ নিয়ে আরও বড়সড় তথ্য সামনে আনার কথা জানিয়েছেন রাহুল। তাঁর প্রশ্ন, এমন সময়ে বিধিভঙ্গের চিঠি বিরোধী দলনেতাকে ভয় দেখানোর চেষ্টা নয় তো?

জানা গিয়েছে, CRPF-র ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিক ওই চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, সুরক্ষা বিধির তোয়াক্কা করছেন না রাহুল। প্রসঙ্গত, কংগ্রেস সাংসদ সর্বোচ্চ মাত্রার জেড প্লাস নিরাপত্তা পান। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থাকে অনেক সময়ই কিছু না-জানিয়ে তিনি বিদেশে চলে যাচ্ছেন। গত বছরের শেষ থেকে বিরোধী দলনেতা ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন ও মালয়েশিয়া সফরে গিয়েছেন। অভিযোগ, সিআরপিএফের নিরাপত্তা প্রটোকল মেনে চলেননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen