লখনৌয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পাবে কে?

চলতি বিশ্বকাপে দুই দলের কোনওটিই এখনও অবধি জয়ের মুখ দেখেনি।

October 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬ অক্টোবর, সপ্তাহের প্রথম দিনেই ওডিআই বিশ্বকাপে মুখোমুখি অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।
লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা হবে। চলতি বিশ্বকাপে দুই দলের কোনওটিই এখনও অবধি জয়ের মুখ দেখেনি। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। তারপর দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে অজিরা।

অন্যদিকে স্মিথ-কামিন্সদের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা, তারাও জয়ের মুখ দেখেনি। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপযাত্রা শুরু করেছিল দাসুন শানাকার দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হারে শ্রীলঙ্কা। আপাতত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, দু’দলেরই পয়েন্ট শূন্য। কিন্তু নেট রানরেটের কারণে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। অজিরা রয়েছে নয় নম্বরে। জয়ের মুখ দেখতে মরিয়া দুই দল।

অস্ট্রেলিয়া দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। শ্রীলঙ্কা সত্যিই বিপদে পড়েছে। থাই মাসেলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। ফলে অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কা টিমকে কে নেতৃত্ব দেবেন তা এখনও জানা যায়নি। শ্রীলঙ্কা দলে বেশ কয়েকটি বদল দেখা যেতে পারে। নজর থাকবে দুই শিবিরের দুই স্পিনারের দিকে, অ্যাডাম জ্যাম্প ও কুশল মেন্ডিসের টক্কর দেখা যেতে পারে। ১৯৯৬ সালের পর থেকে বিশ্বকাপে অজিদের কখনও হারাতে পারেনি শ্রীলঙ্কা, দেখা যাক আজ লঙ্কান ক্রিকেটাররা সেই মিথ ভাঙতে পারেন কিনা!

এই দুই দলের মধ্যে কারা চলতি বিশ্বকাপে প্রথম জয় তথা ২ পয়েন্ট পায় সেটাই দেখার।অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে দুপুর ২টো থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen