CWC23 IND Vs BAN: কোহলি যখন বোলার, দেখুন সেই মুহূর্তের ভিডিও

হার্দিক পান্ডিয়া এদিন চোট পান নিজের বলে লিটনের শট আটকাতে গিয়ে।

October 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কোহলি যখন বোলার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পুনেতে আজ বাংলাদেশের বিরুদ্ধে বল করতে দেখা গেল বিরাট কোহলিকে। ২০১৭ সালে ওয়ানডেতে সর্বশেষ বোলিং করেছিলেন তিনি।

হার্দিক পান্ডিয়া এদিন চোট পান নিজের বলে লিটনের শট আটকাতে গিয়ে। বোলারস ব্যাকড্রাইভে চার মেরেছেন লিটন, সেটি আটকাতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। আবার বল করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। উঠে যেতে হয়েছে তাঁকে।

পান্ডিয়ার অসমাপ্ত ওভার করতে আসেন বিরাট কোহলি। ৩ বল করে ২ রান দিয়েছেন। অনেকেরই প্রশ্ন তাহলে কি এখন থেকে মাঝেমধ্যেই বল করতে দেখা যাবে তাঁকে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen