Cyberattack in Airports: ভয়াবহ সাইবার হামলায় বিপাকে ইউরোপের একাধিক বিমানবন্দর, বাতিল বহু ফ্লাইট

September 20, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৭: ইউরোপের একাধিক বিমানবন্দর ভয়াবহ সাইবার হামলার শিকার হল। শুক্রবার রাত ৯টা নাগাদ লন্ডনের হিথরো থেকে জার্মানির ব্র্যান্ডেনবার্গ পর্যন্ত কয়েকটি বড় বিমানবন্দরের চেক-ইন ও বোর্ডিং সিস্টেম কার্যত ভেঙে পড়ে। ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন, বাতিল হয় বহু ফ্লাইট।

ব্রাসেলস বিমানবন্দর খোলাখুলি স্বীকার করেছে যে তাদের চেক-ইন ও বোর্ডিং সফটওয়্যার হ্যাকড হয়েছে। যাত্রীদের সুবিধার্থে কর্মীরা ম্যানুয়ালি পরিষেবা চালু করার চেষ্টা করেন। ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরও এক বিবৃতিতে জানায়, যাত্রী পরিষেবা চালানো সংস্থার সফটওয়্যারে সাইবার আক্রমণ হয়েছে, যার ফলে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

যদিও লন্ডনের হিথরো কিছুটা ভিন্ন দাবি করেছে। কর্তৃপক্ষের বক্তব্য, এটি সাইবার হামলা নয়, বরং প্রযুক্তিগত গোলযোগের কারণে সমস্যা তৈরি হয়েছিল। তবে তাঁরাও মেনে নিয়েছেন যে চেক-ইন ও বোর্ডিং সিস্টেমেই বড়সড় বিপত্তি ঘটেছিল। অন্যদিকে, ফ্রান্সের প্যারিসের রোইসি, অর্লি ও লে বুর্জে বিমানবন্দরে এই ঘটনার প্রভাব পড়েনি।

উল্লেখ্য, ইউরোপের অধিকাংশ বিমানবন্দরের স্বয়ংক্রিয় চেক-ইন ও বোর্ডিং সিস্টেম চালায় মার্কিন সংস্থা Collins Aerospace, যা RTX Corp.-এর সহযোগী প্রতিষ্ঠান। তাদের MUSE সফটওয়্যারের মাধ্যমে যাত্রীরা কিয়স্ক থেকে বোর্ডিং পাস ও ব্যাগেজ ট্যাগ সংগ্রহ করেন।

হামলার পর Collins Aerospace জানায়, “কিছু নির্দিষ্ট বিমানবন্দরে সফটওয়্যারে সমস্যা ধরা পড়েছে। এর ফলে যাত্রীদের ই-চেক-ইন ও ব্যাগেজ ড্রপে সমস্যা হয়েছে। তাই জরুরি ভিত্তিতে ম্যানুয়াল চেক-ইনের ব্যবস্থা করা হয়েছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen