সাইবার ক্রাইম সবচেয়ে কম কলকাতায়? বলছে NCRB

দেশের মহানগরগুলির মধ্যে সাইবার প্রতারণার অভিযোগ সবচেয়ে কম কলকাতায়, এমনই একটা জানাচ্ছে সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট।

December 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের তথ্য-প্রযুক্তি শিল্পের ভরকেন্দ্র বেঙ্গালুরুতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় অন্তত দু’গুণ বেশি হারে সাইবার ক্রাইমের অভিযোগ দায়ের হচ্ছে বেঙ্গালুরুতে। লালবাজার অনেকটাই নিশ্চিন্তে। দেশের মহানগরগুলির মধ্যে সাইবার প্রতারণার অভিযোগ সবচেয়ে কম কলকাতায়, এমনই একটা জানাচ্ছে সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট।

এনসিআরবি রিপোর্ট বলছে, ২০২২ সালে সবচেয়ে বেশি সাইবার অপরাধের অভিযোগ দায়ের হয়েছে বেঙ্গালুরুতে। মোট অভিযোগের সংখ্যা ৯,৯৪০। ২০২১ সালে সংখ্যাটা ছিল ৬,৪২৩। ২০২২ সালে বেঙ্গালুরুতে সাইবার অপরাধের হার প্রতি লক্ষ জনগণ পিছু অপরাধের সংখ্যা ছিল ১১৭। দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ, নিজামের শহরে এই হার ৬৭.২। উল্লেখ্য, এই দুই শহরই তথ্য-প্রযুক্তির প্রাণকেন্দ্র। পুলিশ মহলের দাবি, সেই কারণেই সাইবার অপরাধের হারও দুই শহরে বেশি।

অন্যদিকে, কলকাতাবাসী বেশ নিরাপদে। কারণ, এনসিআরবি’র রিপোর্ট বলছে, ২০২০ সালে কলকাতা পুলিশের কাছে ১৭২টি সাইবার অপরাধের লিখিত অভিযোগ জমা পড়েছিল। ২০২১ সালে মোট অভিযোগের সংখ্যা ছিল ২২০। গতবছরে সংখ্যাটা কমে গিয়েছে। ২০২২ সালে মাত্র ৭৫টি সাইবার অপরাধের অভিযোগ এসেছে লালবাজারে। সাইবার ক্রাইমের হার মাত্র ০.৫, যা গত তিন বছরে সর্বনিম্ন। শহরের পুলিশকর্তারা বলছেন, সচেতনতার লাগাতার প্রচারের সুফল এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen