ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’, কতটা প্রভাব পড়বে বাংলায়?

বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ৷ শুক্রবারের মধ্যে যা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে

August 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’। আরব সাগরের উত্তরে গুজরাট উপকূলে শুক্রবারই তৈরি হতে পারে সাইক্লোন। বৃহস্পতিবারই এই নিয়ে সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। ‘আসনা’র নামকরণ করেছে পাকিস্তান।

বর্তমানে সৌরাষ্ট্র কচ্ছের উপর অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ৷ শুক্রবারের মধ্যে যা উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। যদি তেমনটা হয় তবে আরবসাগরে ১৯৬৪ সালের পর এটাই হবে দ্বিতীয় অগস্ট ঝড়। শুধু তাই নয়, সে ক্ষেত্রে বিগত ৮০ সালের মধ্যে এটি হবে চতুর্থ বিরল পরিস্থিতি যেখানে ভূমিভাগ থেকে সমুদ্রে পৌঁছনোর মধ্যেই সাইক্লোন সক্রিয় হবে।

৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার বিষয় হল বৃষ্টি। এই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্রে প্রায় ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত ওই এলাকায় সর্বোচ্চ ৪৩০ এমএম বৃষ্টি হয়। ফলে চলতি বছর বৃষ্টির পরিমাণ প্রায় দ্বিগুণ। এর উপর ‘আসনা’র জেরে হাল আরও খারাপ হতে পারে গুজরাটবাসীর। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে ‘আসনা’র প্রভাব বাংলায় পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen