Cyclone Ditwah: দুর্যোগে লন্ডভন্ড শ্রীলঙ্কা! মৃত্যু অন্তত ১২৩ জনের, ত্রাণ পাঠাল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ‘দিটওয়া’-র তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কার উপকূল (Cyclone Ditwah)। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেঙে পড়েছে বহু রাস্তা, রেললাইন ও সেতু, ফলে কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, লক্ষাধিক মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
বিপর্যস্ত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ মিলে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে, বহু জায়গায় নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে প্লাবিত এলাকা থেকে মানুষ সরিয়ে আনা হচ্ছে। দেশের বিভিন্ন প্রদেশে বাস-ট্রেন আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ দল মোতায়েন করা হয়েছে; বহু ক্ষেত্রে মানুষকে ঘরের ছাদ বা উঁচু জায়গা থেকে উদ্ধার করতে হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
ভারতের মৌসম বিভাগ জানিয়েছে, শ্রীলঙ্কার (Sri Lanka) উপকূল ঘেঁষে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ‘দিটওয়া’ এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূলে ৩০ নভেম্বর ভোর থেকে সকাল পর্যন্ত যে-কোনও সময়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রের উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
তামিলনাড়ু ও পুদুচেরিতে একাধিক উপকূলীয় জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করে স্কুল-কলেজ বন্ধ রাখা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ এবং নিুচু এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া শুরু করেছে রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশেও সমুদ্রতটবর্তী ও রায়লসীমা অঞ্চলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ দল মোতায়েন করে সম্ভাব্য জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিপর্যয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
পড়শি দ্বীপরাষ্ট্রের বিপদের সময়ে নয়াদিল্লি ‘অপারেশন সাগর বন্ধু’ (Operation Sagar Bandhu ) চালু করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও পরিবহণ বিমানে করে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, খাদ্য, ওষুধ এবং জরুরি উদ্ধার-সরঞ্জাম পাঠিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে কয়েক টন শুকনো খাবার, তাজা খাদ্যদ্রব্য, জল ও জরুরি সামগ্রী হস্তান্তর করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে, শ্রীলঙ্কার সঙ্গে সমন্বয় রেখে দীর্ঘমেয়াদি পুনর্গঠনেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।