Cyclone Ditwah: দুর্যোগে লন্ডভন্ড শ্রীলঙ্কা! মৃত্যু অন্তত ১২৩ জনের, ত্রাণ পাঠাল ভারত

November 29, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: ‘দিটওয়া’-র তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কার উপকূল (Cyclone Ditwah)। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও পর্যন্ত দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২৩ জনের। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার পূর্ব ও মধ্যাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ফলে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভেঙে পড়েছে বহু রাস্তা, রেললাইন ও সেতু, ফলে কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্ট অনুযায়ী, লক্ষাধিক মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

বিপর্যস্ত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ মিলে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে, বহু জায়গায় নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে প্লাবিত এলাকা থেকে মানুষ সরিয়ে আনা হচ্ছে। দেশের বিভিন্ন প্রদেশে বাস-ট্রেন আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ দল মোতায়েন করা হয়েছে; বহু ক্ষেত্রে মানুষকে ঘরের ছাদ বা উঁচু জায়গা থেকে উদ্ধার করতে হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

ভারতের মৌসম বিভাগ জানিয়েছে, শ্রীলঙ্কার (Sri Lanka) উপকূল ঘেঁষে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ‘দিটওয়া’ এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূলে ৩০ নভেম্বর ভোর থেকে সকাল পর্যন্ত যে-কোনও সময়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রের উপকূলীয় জেলাগুলিতে অতি ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

তামিলনাড়ু ও পুদুচেরিতে একাধিক উপকূলীয় জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করে স্কুল-কলেজ বন্ধ রাখা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ এবং নিুচু এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়া শুরু করেছে রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশেও সমুদ্রতটবর্তী ও রায়লসীমা অঞ্চলে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ দল মোতায়েন করে সম্ভাব্য জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া ও বিদ্যুৎ বিপর্যয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

পড়শি দ্বীপরাষ্ট্রের বিপদের সময়ে নয়াদিল্লি ‘অপারেশন সাগর বন্ধু’ (Operation Sagar Bandhu ) চালু করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও পরিবহণ বিমানে করে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, খাদ্য, ওষুধ এবং জরুরি উদ্ধার-সরঞ্জাম পাঠিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে কয়েক টন শুকনো খাবার, তাজা খাদ্যদ্রব্য, জল ও জরুরি সামগ্রী হস্তান্তর করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে, শ্রীলঙ্কার সঙ্গে সমন্বয় রেখে দীর্ঘমেয়াদি পুনর্গঠনেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen