‘যশ’ মোকাবিলায় বাংলায় মোতায়েন ১৭ কোম্পানি সেনা

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় সেনা পাঠানো হয়েছে।

May 26, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ঘূর্ণিঝড় ‘যশ’-এর মোকাবিলায় বাংলায় মোতায়েন করা হয়েছে ১৭ কলম সেনা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় সেনা পাঠানো হয়েছে। (ছবি সৌজন্য পিটিআই)

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সেই 'ইন্টিগ্রেটেড সাইক্লোন রেসকিউ অ্যান্ড রিলিফ' কলমে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা আছেন। রয়েছে নৌকা-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সেই ‘ইন্টিগ্রেটেড সাইক্লোন রেসকিউ অ্যান্ড রিলিফ’ কলমে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা আছেন। রয়েছে নৌকা-সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

এছাড়াও জরুরি পরিস্থিতির জন্য ন'টি কলমকে কলকাতায় তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে সেই কলমগুলিকে রাজ্যে মোতায়েন করা হবে। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

এছাড়াও জরুরি পরিস্থিতির জন্য ন’টি কলমকে কলকাতায় তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে সেই কলমগুলিকে রাজ্যে মোতায়েন করা হবে। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

সেনার তরফে জানানো হয়েছে, কলকাতায় যে ন'টি দলকে তৈরি রাখা হয়েছে, সেই দল উদ্ধারকাজ চালাবে। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

সেনার তরফে জানানো হয়েছে, কলকাতায় যে ন’টি দলকে তৈরি রাখা হয়েছে, সেই দল উদ্ধারকাজ চালাবে। (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

মঙ্গলবারই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যেখানে প্রয়োজন হবে, সেখানে ভারতীয় সেনা নামানো হবে। সবাইকেই নামামো হবে। সবাইকে তৈরি রাখা হয়েছে।’ (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

মঙ্গলবারই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘যেখানে প্রয়োজন হবে, সেখানে ভারতীয় সেনা নামানো হবে। সবাইকেই নামামো হবে। সবাইকে তৈরি রাখা হয়েছে।’ (ছবি সৌজন্য, টুইটার @adgpi)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen